থাকছেন জেলেনস্কি, তিন নেতার বৈঠকের সময়সূচি নির্ধারণের কাজ চলছে


রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের অবসানে ঐতিহাসিক বৈঠকের আয়োজন করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রবিবার জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তিন দেশের শীর্ষ নেতাদের বৈঠকের জন্য ‘সময়সূচি’ নির্ধারণের কাজ করছে। আগামী ১৫ আগস্ট আলাস্কায় নির্ধারিত মার্কিন-রাশিয়া শীর্ষ সম্মেলনে ইউক্রেনের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউরোপের মিত্ররা জোরালো চাপ দিচ্ছে।
ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে জেডি ভ্যান্স বলেন, ‘সবচেয়ে বড় অচলাবস্থাগুলোর একটি ছিল, ভ্লাদিমির পুতিন কখনো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বসবেন না বলে জানিয়েছিলেন। প্রেসিডেন্ট এখন সেই অবস্থান বদলাতে সক্ষম হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন এমন এক পর্যায়ে আছি, যেখানে মূলত সময়সূচি ও অন্যান্য বিষয় ঠিক করার চেষ্টা চলছে। যাতে তিন নেতা বসে এই সংঘাতের অবসান নিয়ে আলোচনা করতে পারেন।’
ভ্যান্সের মতে, যুক্তরাষ্ট্র এমন একটি সমঝোতা চাইছে যা দুই পক্ষই মেনে নিতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, ‘ফলাফলে হয়তো কেউই খুব খুশি হবে না, রাশিয়ান ও ইউক্রেনিয়ান উভয় পক্ষই শেষ পর্যন্ত অসন্তুষ্ট থাকতে পারে।’
প্রাথমিকভাবে জেলেনস্কিকে বাদ দিয়ে মার্কিন-রাশিয়া বৈঠকের পরিকল্পনা নিয়ে ইউরোপে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। আশঙ্কা ছিল, এতে ইউক্রেনকে তাদের ভূখণ্ডের বড় অংশ ছেড়ে দিতে হতে পারে। তবে মার্কিন ন্যাটো রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটাকার সিএনএনকে জানিয়েছেন, জেলেনস্কির সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই এটি সম্ভব। এতে সংশ্লিষ্ট সবাই রাজি না হলে কোনো চুক্তি হতে পারে না। আমাদের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার এই যুদ্ধের অবসান ঘটানো।’
গত তিন দিনে জেলেনস্কি জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো ইউক্রেনের প্রধান সমর্থকদের সঙ্গে ফোনে কথা বলেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস আশা প্রকাশ করেছেন যে জেলেনস্কি সম্মেলনে যোগ দেবেন। হুইটাকার জানান, জেলেনস্কিকে আমন্ত্রণ জানানোর চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের ওপর নির্ভর করছে। তিনি যদি মনে করেন এটি সর্বোত্তম পদক্ষেপ, তবে তিনি অবশ্যই আমন্ত্রণ জানাবেন।