সময়ের জনমাধ্যম

তারেক রহমানের নির্দেশে হামলা হয়েছে: ওবায়দুল কাদের

পুলিশ এবং জনগণের ওপর হামলার নির্দেশদাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেছেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে ও পরে সবসময়ই শান্তিপূর্ণ পরিবেশ চায় আওয়ামী লীগ। কোনভাবেই আওয়ামী লীগ সংঘাত-সংঘর্ষ চায় না। যথা সময়ে নির্বাচন চায়। যারা নির্বাচন চায়, তারা সংঘাত চায় না।

বিদেশিরা পার্লামেন্ট বিলুপ্তি চায় না দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোনও বিদেশি এ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি। এমনকি পার্লামেন্ট বিলুপ্তির কথাও বলেনি। বিএনপির কোনও দাবি বিদেশিরা সমর্থন করে না। বিদেশিরাও নির্বাচন চায়।