তামিম ইকবালের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা নিয়ে সংশয়


ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলতে গিয়ে গত ২৪ মার্চ অল্প সময়ের ব্যবধানে দু’বার হার্ট অ্যাটাকের শিকার হন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দ্রুত হাসপাতালে নেওয়া হলে তার হার্টে রিং পরানো হয় এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে এখনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক।
জাতীয় দলের দীর্ঘদিনের ট্রেনার এবং তামিমকে পর্যবেক্ষণ করা ইয়াকুব চৌধুরী ডালিম তামিমকে প্রতিযোগিতামূলক ক্রিকেট এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। ডালিমের মতে, তামিমের জন্য এখনই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাটা ঝুঁকিপূর্ণ।
কয়েক মাস আগে দ্রুতই মাঠে ফিরছেন বলে জানিয়েছিলেন তামিম। ব্যাট হাতে অনুশীলন করতেও দেখা গেছে তাকে। তবে ট্রেনার ডালিমের দীর্ঘ অভিজ্ঞতা বলছে, শরীর ও স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে তামিমের আপাতত সিরিয়াস ক্রিকেট এড়িয়ে চলা উচিত।
ডালিম তামিমকে পরামর্শ দিয়ে বলেছেন, ‘এখন তামিমের খেলার সম্ভাবনা বলতে বিনোদনের জন্য ঠিক আছে। প্রতিযোগিতামূলক ক্রিকেট, হাই-ভোল্টেজ ম্যাচ যেমন বিপিএল, ফাইনাল, সেমিফাইনাল এই ধরনের ম্যাচগুলো একটু… আসলে এটা নির্ভর করবে তামিমের ওপর, তিনি কীভাবে সেটা নেবেন। তবে আমার পরামর্শ থাকবে, ট্রেনিং করা এবং কেবল বিনোদনমূলক খেলাগুলোতে ফোকাস করাই ভালো।’