সময়ের জনমাধ্যম

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সাথে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করেছে বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল। বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর সাথে দেখা করে ইইউ প্রতিনিধিদল।

সাক্ষাৎকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভূমিকা কী হবে তা জানতে চেয়েছেন প্রতিনিধিদলের সদস্যরা। বৈঠক শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি, বাংলাদেশের গণমাধ্যম মূলত বেসরকারি। সম্প্রচারে থাকা ৩৫টি বেসরকারি টেলিভিশন। আর একটি বিটিভি। আমাদের চ্যালেঞ্জগুলো বিশেষ করে সামাজিকমাধ্যমে যেসব গুজব ছড়ানো হয় এবং সময়ে সময়ে গুজব তৈরি হয়েছে, তাতে দেশে হানাহানি তৈরি হয়েছে। এই চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে।’

এসময় বিএনপির আন্দোলন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, কাউকে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া হবে না। বিএনপির উদ্দেশ্য দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা। বিএনপির এক দফা আনেদালনকে ‘সাপের খোলস’ বদলানোর মতো বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।