ঢাকায় এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি, বিমানবন্দরে বুলবুলের অভ্যর্থনা


এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) পরিচালনার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন সংস্থাটির চেয়ারম্যান মোহসিন নাকভি। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ঢাকায় অবস্থানকালে মোহসিন নকভি এই বছরের এসিসি সভার সভাপতিত্ব করবেন, যা কয়েক বছরের মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম সভা। অবশ্য ২৪ জুলাইয়ে এই সভা ঢাকায় হওয়া নিয়ে ভীষণ আপত্তি জানিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড- বিসিসিআই।
ভারতীর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এ হুমকিও দিয়ে রেখেছে- সভা এখানে হলে বয়কট করবে তারা। একইরকম আপত্তি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি), আফগানিস্তান এবং ওমান ক্রিকেটও।
তাদের আপত্তি সত্ত্বেও এসিসি ঢাকাকেই ভেন্যু হিসেবে বহাল রেখেছে। কারণ এ সময়েই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থাকায় বেশ কয়েকজন এসিসি প্রতিনিধি ঢাকায় উপস্থিত থাকবেন। তার ওপর মোহসিন নাকভি আবার পিসিবিরও চেয়ারম্যান।
চলতি মাসের শুরুতে জানা গিয়েছিল, এসিসি সব সদস্য দেশকে ১৫ দিনের নোটিশসহ আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠিয়েছে এবং ভার্চুয়ালি সভায় অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।
এসিসির একটি সূত্র জানিয়েছে, ‘অনলাইন সভা এখন বৈশ্বিক প্রথা হয়ে উঠেছে, এসিসি ও আইসিসি অতীতেও একাধিকবার এমন সভা করেছে।’
এই অগ্রগতির খবর আসে এমন এক সময়ে, যখন গত মাসে জানা যায় যে এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত সূচি জুলাই মাসেই ঘোষণা করা হবে।
এমন খবরও রয়েছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বিসিসিআইয়ের দ্বন্দ্বে এশিয়া কাপ হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।