টোকিওতে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন


জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে দূতাবাস মিলনায়তনে মাসব্যাপী বিশেষ গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করার পর গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা পর্বে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীসহ জাপানে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন। পরে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত মো. দাউদ আলী জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বৈধপথে আরও বেশি রেমিট্যান্স প্রেরণের জন্য প্রবাসীদের উৎসাহ দেন তিনি।