সময়ের জনমাধ্যম

টেস্টে ভারতের নেতৃত্বে শুবমান গিল, ইংল্যান্ড সফরে অভিষেক

শেষমেষ শুবমান গিলের ওপরই আস্থা রাখলেন বিসিসিআই এর নির্বাচকরা। টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শার্মার উত্তরসূরি হিসেবে তাকেই চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার নেতৃত্বে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ খেলবে ভারত। উইকেট কিপার-ব্যাটসম্যান রিশাভ পান্তকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজটির জন্য শনিবার ১৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। সাত বছর পর এবার স্কোয়াডে ঠাঁই ৩৩ বছর বয়সী কারুন নায়ার। এছাড়াও প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন সাই সুদার্শান ও আর্শদিপ সিং।

তবে দলে জায়গা পাননি অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। অ্যাঙ্কেলের চোট কাটিয়ে ফেরার পর থেকে ছন্দ ফিরে না পাওয়ায় তাকে দলে নেওয়া হয়নি। আইপিএলেও তাকে স্বরুপে দেখা যায়নি। চলতি মাসের শুরুতে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন রোহিত শার্মা ও ভিরাট কোহলি। গত ডিসেম্বরে অবসর নেন আরেক ভারতীয় ক্রিকেটার রাভিচান্দ্রান অশ্বিন।

রোহিতের অবসরের পর টেস্টের নতুন অধিনায়ক হিসেবে কয়েকজনের নাম শোনা যাচ্ছিল। গিলের পাশাপাশি এতদিন সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা পেসার জাসপ্রিত বুমরাহ, অভিজ্ঞ রাভিন্দ্রা জাদেজা, রিশাভ পান্তও ছিলেন বিবেচনায়। গিলের নেতৃত্বে চলতি আইপিএলে দারুণ করছে গুজরাট টাইটান্স। পয়েন্ট টেবিলে সবার ওপরে থেকে প্লে-অফ পর্বে গেছে তারা।

বোর্ডার-গাভাস্কার ট্রফির দল থেকে এবার বাদ পড়েছেন সারফারাজ খান ও হার্শিত রানা। অস্ট্রেলিয়ায় ওই সিরিজে বদলি হিসেবে যোগ দেওয়া দেবদূত পাডিক্কাল ও তানুশা কোটিয়ানেরও জায়গা হয়নি ইংল্যান্ড সফরের দলে।

ভারত-ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজটি শুরু হেডিংলিতে, আগামী ২০ জুন। এরপর এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্র্যাফোর্ড ও ওভালে খেলবে দুই দল।

ভারতের টেস্ট স্কোয়াড: শুবমান গিল (অধিনায়ক), রিশাভ পান্ত (সহ-অধিনায়ক, কিপার), ইয়াশাসভি জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদার্শান, আভিমান্যু ইশ্বরন, কারুন নায়ার, নিতিশ কুমার, রাভিন্দ্রা জাদেজা, ধ্রুভ জুরেল, ওয়াশিংটন সুন্দার, শার্দুল ঠাকুর,