আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ফের বিগ ব্যাশ লিগ থেকে বিরতি নিচ্ছেন অস্ট্রেলীয় ওপেনার ট্র্যাভিস হেড। বিগ ব্যাশের গত দুই আসরেও খেলেননি তিনি। শুক্রবার এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া এ খবর জানিয়েছে।
সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ওপেনার। সিরিজে ৬২৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই বাঁহাতি ব্যাটার। বিশ্বকাপের আগে তাকে পর্যাপ্ত বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হেডের পাশাপাশি অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকেও এবারের বিগ ব্যাশে দেখা যাবে না। ২০২৪ সালের শেষ দিকে পিঠের বড় অস্ত্রোপচারের পর বর্তমানে সেরে ওঠার অপেক্ষায় তিনি। বিশ্বকাপের আগে পূর্ণ ফিটনেস ফিরে পেতে কাজ করে যাচ্ছেন গ্রিন, যার ফলে বর্তমানে কোনও বিগ ব্যাশ দলের সঙ্গে তার চুক্তি নেই।
বিশ্বকাপ স্কোয়াডের আরও দুই সদস্য প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডকে নিয়েও সতর্ক বোর্ড। কামিন্স পিঠের সমস্যায় এবং হ্যাজলউড হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার চেষ্টা করছেন। বৈশ্বিক আসরের আগে এই পেস জুটিকে নিয়ে কোনও ধরনের ঝুঁকি নিতে নারাজ ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া জাতীয় দলের জেনারেল ম্যানেজার বেন অলিভার বলেন, 'পাঁচ টেস্টের একটি অ্যাশেজ সিরিজ ক্রিকেটারদের জন্য অত্যন্ত ক্লান্তিকর। অ্যাশেজের ধকল কাটিয়ে উঠতে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপসহ আসন্ন আন্তর্জাতিক সূচির সেরা প্রস্তুতির লক্ষ্যে আমরা প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে আলাদা পরিকল্পনা নিয়ে কাজ করেছি।'
তিনি আরও বলেন, যেসব খেলোয়াড়ের চোট বা ক্লান্তির ঝুঁকি নেই, তারা আগামী দুই সপ্তাহ বিগ ব্যাশে নিজ নিজ ক্লাবের হয়ে মাঠে নামবেন।
আগামী ১১ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করবে অস্ট্রেলিয়া।