টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নবীর, ছুঁলেন সাকিবে রেকর্ড


শারজাহতে ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার পাকিস্তানকে ১৮ রানে হারানোর ম্যাচে আফগান লেগ স্পিনার মোহাম্মদ নবী ২০ রান দিয়ে ২ উইকেট নেন। এতেই আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই অলরাউন্ডার। তার উপরে আছেন দেশটির আরেক তারকা রশিদ খান। তার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটসংখ্যা এখন ১৬৭।
তবে রশিদের চেয়ে এক জায়গায় এগিয়ে নবী। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজারের বেশি রানের মালিক নবী, যা নেই রশিদের। এই সংস্করণে নবীর রান ২২৪৬। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রান ও ১০০ উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটার নবী। প্রথম বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিব এই রেকর্ড গড়েন ২০২২ সালে, আর গতকাল সাকিবকে ছুঁয়ে ফেললেন নবী।
টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিবের রান ও উইকেট নবীর চেয়ে বেশি। টি-টোয়েন্টিতে সাকিবের রান ২৫৫১, উইকেট ১৪৯টি। স্বীকৃত টি-টোয়েন্টিতেও সাকিবের উইকেট নবীর চেয়ে অনেক বেশি। স্বীকৃত টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট ৫০৩টি, নবীর ৩৮৭।
সম্প্রতি টি-টোয়েন্টি ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছোঁয়া সাকিবের আরও একটি অনন্য কীর্তি আছে। ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে এই সংস্করণে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের ‘ডাবল’ পেয়েছেন সাকিব। ডাবলটাকে ৫০০ উইকেট ও ৫ হাজার রানে নামিয়ে আনলে সাকিব হয়ে যান দ্বিতীয়। স্বীকৃত টি-টোয়েন্টিতে সাকিব ছাড়া ৫ হাজার রান ও ৫০০ উইকেট আছে শুধু ওয়েস্ট ইন্ডিয়ান ডোয়াইন ব্রাভোর (৬৯৭০ রান ও ৬৩১ উইকেট)।
স্বীকৃত টি-টোয়েন্টিতে নবীর রান ৬৪০৫। এখনো যেভাবে খেলে যাচ্ছেন তাতে আরও কিছু কীর্তি নবী গড়বেন, সেটা নিশ্চিত!