সময়ের জনমাধ্যম

টি-টোয়েন্টিতে আমাদের শক্তি কাজে লাগাতে হবে: লিটন

ওয়ানডে সিরিজে পরাজয়ের হতাশা পেছনে ফেলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে টাইগাররা। পাল্লেকেলেতে সন্ধ্যায় মাঠে গড়াবে প্রথম ম্যাচ।

টেস্ট ও ওয়ানডের ব্যর্থতার পর নতুন ফরম্যাটে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। নেতৃত্বে আছেন লিটন দাস, যিনি নিজেও দলে ফিরে এই ফরম্যাটে দলের নতুন করে গতি আনার আশা করছেন। তার ভাষায়, ‘প্রতিটি ফরম্যাটের খেলার ধরন আলাদা। টি-টোয়েন্টিতে আমাদের শক্তি আছে, সেটা কাজে লাগাতে হবে।’

এদিকে, পরিসংখ্যানে লঙ্কানদেরই পাল্লা ভারী। এখন পর্যন্ত মুখোমুখি হওয়া ১৭ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৬টি, বাকি ১১টিতেই জিতেছে শ্রীলঙ্কা। র‍্যাঙ্কিংয়েও লঙ্কানরা এগিয়ে—বাংলাদেশ ১০ নম্বরে, শ্রীলঙ্কা ৭ নম্বরে।

তবে লঙ্কান শিবিরেও দুশ্চিন্তা আছে। দলের মূল স্পিন অস্ত্র ওয়ানিন্দু হাসারাঙ্গা চোটের কারণে ছিটকে গেছেন এই সিরিজ থেকে। তার অনুপস্থিতি শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা হলেও দলপতি চারিত আসালাঙ্কা তরুণদের ওপর আস্থা রাখছেন। তিনি বলেন, ‘আমাদের দলে প্রতিভাবান ক্রিকেটার আছে, তারাই ঘুরে দাঁড়াবে।’

বাংলাদেশকেও সমীহ করছেন আসালাঙ্কা। তার মতে, ‘বাংলাদেশ দলে অনেক উদীয়মান খেলোয়াড় আছে। তাদের হারানো সহজ হবে না।’

সিরিজের তিনটি ম্যাচই হবে আলাদা ভেন্যুতে। ১০ জুলাই প্রথম ম্যাচ পাল্লেকেলেতে, ১৩ জুলাই দ্বিতীয় ম্যাচ ডাম্বুলায় এবং ১৬ জুলাই তৃতীয় ও শেষ ম্যাচ হবে কলম্বোতে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ম্যাচগুলো সরাসরি দেখাবে টি স্পোর্টস।