পাকিস্তানের কাছে পাঁচ উইকেটে হেরে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা শেষ হয়েছে টাইগারদের। ১২৮ রানের টার্গেট ব্যাট করতে নেমে পাঁচ উইকেট ও ১১ বল বাকি থাকতেই সহজেই জয় তুলে নেয় পাকিস্তান। সেই সাথে সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা।
১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মোহাম্মদ হারিয়ের ১৮ বলে ৩১ এবং শান মাসুদের ১৪ বলে অপরাজিত ২৪ রানের ওপর ভর করে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। আকজের ম্যাচে অফফর্মে থাকা মোহাম্মদ রিজওয়ানও ৩২ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্তর ৪৮ বলে ৫৪ আর আফিফ হোসেনের ২০ বলে অপরাজিত ২৪ রানে ভর করে আট উইকেটে বাংলাদেশ তোলে ১২৭ রান। পাকিস্তানের পক্ষে চার উইকেট নেন শাহিন আফ্রিদি।
Comments are closed.