সময়ের জনমাধ্যম

টঙ্গীর এরশাদনগর-দত্তপাড়া সংযোগ সড়কের নির্মাণ কাজ শুরু

দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে শুরু হয়েছে গাজীপুরের টঙ্গীর এরশাদনগর চার নং ব্লক থেকে দত্তপাড়া যাওয়ার সংযোগ সড়কের কাজ। রোববার দুপুরে সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ।

দীর্ঘ সময়পর এই সংযোগ সড়কটির কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। প্রায় ৫০০ ফুট দৈর্ঘ্য এবং ড্রেনসহ ১৪ ফুট প্রশস্ত রাস্তাটি নির্মিত হবে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে।

স্থানীয়রা জানান, ফারুক আহমেদ কাউন্সিলর নির্বাচিত হওয়া পর থেকে ৪৯ নং ওয়ার্ড এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজ করেছেন। বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে এরশাদনগরকে একটি মডেল ওয়ার্ড হিসেবে পরিচিত করেছেন তিনি।