গেল জুন মাসে সারাদেশে ৭৪৩টি সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় মোট ৭৮০ জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও এক হাজার ৯১৬ জন আহত হয়েছে। এসব তথ্য উঠে এসেছে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে। দেশের জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার যাত্রী কল্যাণ সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুনে ৬৭১টি সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত ও এক হাজার ৯০২ জন আহত; রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও ১৪ জন আহত এবং নৌ-পথে ১৮টি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন।
এছাড়াও, এই সময়ে ২২৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৪৪ জন নিহত ও ২১২ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৩.৩৮ শতাংশ, নিহতের ৩৪.৩১ শতাংশ ও আহতের ১১.১৪ শতাংশ।
যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, জুনে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে মোট ১৬০টি সড়ক দুর্ঘটনায় ১৭২ জন নিহত ও ৫৮৮ জন আহত হয়েছেন। বিপরীতে সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে—২৫টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে।