সময়ের জনমাধ্যম

জুনে প্রেস উইং চালু করবে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী গণমাধ্যমকর্মীদের সাথে কনস্যুলেটের সুসম্পর্ক বৃদ্ধি ও সকল কার্যক্রম আরও গতিশীল করতে আগামী জুন মাস থেকে প্রেস উইং এর কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ে মিশন প্রধান মোজাফফর হোসেন।

রোববার রাতে দুবাইয়ের একটি রেস্টুরেন্টের হলরুমে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মোজাফফর হোসেন। তিনি আরও বলেন, জুন মাস থেকে প্রবাসীদের এনআইডি স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রম শুরু হচ্ছে।

অনুষ্ঠানে মোজাফফর হোসেন বলেন, বাংলাট্রিবিউন শুধু দেশে নয় প্রবাসেও পাঠদের কাছে জনপ্রিয় সংবাদ মাধ্যম হয়ে উঠছে। ভবিষ্যতে বাংলা ট্রিবিউন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশে সুশাসন, গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশেষ অবদান রাখবে।

অনুষ্ঠানে সাংবাদিক শামসুল হক সোহেল এর সঞ্চালনায় দুবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো: ইয়াকুব সৈনিকের সভাপতিত্ত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলা ট্রিবিউনের আমিরাত প্রতিনিধি মোহাম্মদ ইরফানুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই সভাপতি শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, রিপোর্টাস ইউনিটি ইউএই সভাপতি সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, প্রবাসীদের সমস্যাগুলো আরও বেশি করে তুলে ধরতে হবে৷  সমস্যা তুলে না ধরলে সমাধান হয়না৷ প্রবাসীদের দাবিগুলো বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম হোক গণমাধ্যম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,খোরশেদুল আলম,লায়ন ওসমান চৌধুরী, শামসুল হক, নওশের আলম, মামুন মাহিন, সাগর দেবনাথ, আদনান আবির, মোহাম্মদ সম্রাটসহ বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিসহ আমিরাতে কর্মরত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।