ফের জুটি বাঁধছেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সরকারি অনুদানপ্রাপ্ত 'জীবন অপেরা' সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারা। এর আগে 'পরাণ' ও 'দামাল' সিনেমায় এই জুটির অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছিল।
সম্প্রতি মিম তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করেন। সেখানে অভিনেতার মুখ দেখা যায়নি, কেবল পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক পুরুষ অবয়ব বোঝা যায়।
সেই ছবির ক্যাপশনে মিম লেখেন, 'পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?'
এই এক লাইনের পোস্টেই মন্তব্যের ঘরে শুরু হয় আলোচনা। বেশির ভাগ ভক্তের ধারণা, ছবির মানুষটি শরিফুল রাজ।
পরিচালক আলভী আহমেদের লেখা 'জীবন অপেরা' উপন্যাস প্রকাশিত হয়েছে। সেখানে প্রধান চরিত্র রফিকের দুটি জীবনের মধ্যে যাতায়াত ও তার প্রথম প্রেম শারমিনের সাথে সম্পর্ককে কেন্দ্র করে গল্প এগিয়েছে।
সেখানে দেখা যায়, রফিক এক ভিন্ন জীবনে প্রবেশ করে, যেখানে শারমিন আবার তার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে থাকে। বাস্তব ও কল্পনার সংমিশ্রণে লেখা এই গল্পে প্রেম ও মানবিক সিদ্ধান্তের নানা দিক উঠে এসেছে।
২০২৪–২৫ অর্থবছরে ৭৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। মূলধারার দর্শকদের জন্যই সিনেমাটি নির্মিত করা হচ্ছে।
নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টদের আশা, অনুদানের অর্থের পাশাপাশি ব্যক্তিগত বিনিয়োগ যুক্ত করে সিনেমাটিকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক সিনেমা হিসেবে তৈরি করা হবে।