জার্মানিতে উচ্চশিক্ষারত রাবি শিক্ষার্থী ইমতিয়াজের মৃত্যু


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৯ ব্যাচের (২০১১-১২ সেশন) শিক্ষার্থী ইমতিয়াজ বাবর মারা গেছেন। জার্মানির স্থানীয় সময় সোমবার রাত ৯টার পরে তার মৃত্যু হয়। তিনি জার্মানির ফ্রি ইউনিভার্সিটি বার্লিনে উচ্চশিক্ষারত ছিলেন।
২০২৩ সালে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে জার্মানিতে যান। কিন্তু ২০২৪ সালে তার শরীরে লিম্ফোমা ধরা পড়ে। দীর্ঘদিন কেমোথেরাপি ও রেডিওথেরাপি চললেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।
দুই মাস আগে হাসপাতালে ভর্তি হলে ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে এবং ক্যান্সার ছড়িয়ে পড়ায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
মাসখানেক আগে অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। অধিকাংশ সময় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় তাকে। ব্যথা কমাতে চিকিৎসকরা তাকে কৃত্রিম কোমায় রেখেছিলেন।