জাপানের সাথে বড় বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প


জাপানের সাথে বড় বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে আগের ঘোষণা করা ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। মঙ্গলবার এই ঘোষণা দেন ট্রাম্প।মার্কিন প্রেসিডেন্ট বলেন, চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। যা থেকে ৯০ শতাংশ লাভ পাবে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমরা জাপানের সঙ্গে একটি বিশাল চুক্তি সম্পন্ন করেছি। সম্ভবত এটি ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি।’
আগামী পহেলা আগস্ট থেকে বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্কারোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত জাপান ছাড়া ব্রিটেন, ভিয়েতনাম, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার সাথে চুক্তির ঘোষণা দিয়েছেন তিনি। অন্য বাণিজ্য অংশীদারদের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে।
জাপানি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বুধবার টোকিওতে বলেছেন, ‘আমরা প্রথম দেশ হিসেবে কোনও পরিমাণ সীমাবদ্ধতা ছাড়াই গাড়ি ও গাড়ি যন্ত্রাংশের ওপর শুল্ক হ্রাস পেয়েছি। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত থাকা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ছাড়।’
এই ঘোষণার পর টয়োটা, হোন্ডার মতো জাপানি গাড়ি কোম্পানির শেয়ারে বুধবার বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। টয়োটার শেয়ার ১২ শতাংশের বেশি বেড়ে গেছে। গত জুনে যুক্তরাষ্ট্রমুখী জাপানি গাড়ির রফতানি ২৬.৭ শতাংশ হ্রাস পেয়েছিল। অর্থনীতিবিদরা বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে জাপান প্রযুক্তিগত মন্দার মুখে পড়তে পারে।
জাপান থেকে যুক্তরাষ্ট্রে গাড়ি রফতানি গত বছর প্রায় ২৮ শতাংশ ছিল দেশটির মোট রফতানির। অথচ যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরসের মতো প্রতিষ্ঠানগুলো বছরে কয়েকশ গাড়ি বিক্রি করতে পারে জাপানে।
চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের চাল, গ্যাস ও তেল রফতানি বাড়ানোর পথও উন্মুক্ত হয়েছে। চাল আমদানি জাপানে রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি বিষয়। তবে ইশিবা দাবি করেছেন, এই চুক্তি আমাদের কৃষিখাতের জন্য কোনও ধরনের আত্মসমর্পণ নয়।
এদিকে চীনের সঙ্গে দীর্ঘ শুল্কযুদ্ধের পর যুক্তরাষ্ট্র সাময়িকভাবে শুল্ক কমাতে রাজি হয়েছে। আগামী সপ্তাহে স্টকহোমে পরবর্তী আলোচনা হওয়ার কথা রয়েছে।