জাতীয় পার্টির চার জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর ১০ জানুয়ারি থেকে আবেদনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। শনিবার শুনানি শেষে জাতীয় পার্টির চার প্রার্থীর মনোনয়পত্র বৈধ বলে রায় দেয় ইসি।
শনিবার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে, চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। সকালে নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুনানি নেয় কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নিয়েছেন।
আপিল শুনানি শেষে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের বলেন, সারাদেশে জাতীয় পার্টি থেকে ২৪৪ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ২৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আজ ৯ জনের প্রার্থিতা শুনানি হওয়ার কথা রয়েছে। তাদের মধ্যে পাঁচ জনের শুনানি এরইমধ্যে হয়েছে। এতে চার জন প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং একজনের স্থগিত হয়েছে। যেটি স্থগিত রয়েছে, সেটিতে প্রার্থী ভুলবশত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে উল্লেখ করেছিলেন। এটি বিবেচনাধীন রয়েছে।
তিনি আরও বলেন, আমরা আশাবাদী, আমাদের সব প্রার্থী বৈধ হবেন। যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন তাদের মধ্যে একটি ছিল তিতাসের গ্যাস বিল বকেয়া, যিনি বকেয়া বিল দিয়ে দিয়েছেন। একটি ছিল প্রার্থী ফরম জমা দেওয়ার পরও তা গ্রহণ করা হয়নি, যেটি পুনরায় আবার জমা দেওয়া হয়েছে। অপর একটিতে বৈধ নাগরিকত্ব সনদ জমা দেওয়া হয়নি, যেটি পরে দেওয়া হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।