জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, কেউ কেউ হুমকি দিচ্ছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেবেন না।
গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবনির্বাচিত নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন ডা. জাহিদ হোসেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করার কথা বলেছেন। কিন্তু সরকারের সঙ্গে সম্পৃক্ত একটি অংশের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচন করতে দেওয়া হবে না। তারা কি ভেবে দেখেছে, জনগণ কী চায়?
এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. খালেকুজ্জামান দিপু।