বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার উদ্যোগে জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে সকাল ১০ টায় জয়পুরহাট জেলা স্কাউটস ভবনে এই মাল্টিপারপাস ওয়ার্কশপ শুরু হয়।
ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা স্কাউটস এর সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মুকুল ও প্রবীণ স্কাউটার শান্তি দেওয়ান ও জয়পুরহাট জেলা স্কাউটস এর সম্পাদক মাহমুদুল হাসান মুন্না।

জয়পুরহাট জেলা স্কাউটস এর লিডার ট্রেইনার মো. রায়হানুল আলম ওয়ার্কশপ পরিচালনা করেন। এতে উপজেলা পর্যায় থেকে আসা স্কাউটাররা বিগত বছরের বাস্তবায়িত কার্যক্রম ও আগামী বছরের প্রস্তাবিত পরিকল্পনা উপস্থাপন করেন। পরে জেলা স্কাউটস এর ২০২৫-২০২৬ সালের পরিকল্পনা ও বাংলাদেশ স্কাউটস এর বিভিন্ন সংস্কার প্রস্তাব গ্রহণ করা হয়।
দিনব্যাপী ওয়ার্কশপে জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলার প্রায় ৫০ জন স্কাউটার অংশগ্রহণ করেন। বিকাল চারটায় স্কাউট পতাকা নামানোর মাধ্যমে এই ওয়ার্কশপের কার্যক্রম শেষ হয়।