চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভায়ারণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেছেন, শিগগির সেখানে অভিযান চালানো হবে।
দুর্বৃত্তদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেবের জানাজা শেষে মঙ্গলবার চট্টগ্রামে র্যাব-৭ এর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেছেন।
সোমবার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্রাব-৭ এর উপসহকারী পরিচালক আব্দুল মোতালেব নিহত হন।
র্যাব মহাপরিচালক বলেন, 'জঙ্গল সলিমপুরে যারা অবৈধভাবে বসবাস করছে, অস্ত্রধারী সন্ত্রাসী আছে, খুব শিগগির আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাদের নির্মূল করব।'
তিনি আরও বলেন 'অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে-চুড়ে গুঁড়িয়ে দেব, এটুকু আমরা আপনাদের কথা দিতে পারি। এর বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত র্যাব পুরো বিষয় মনিটর করবে। এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এর পেছনে লেগে থাকব।'
শহিদুর রহমান বলেন, 'সুবেদার মোতালেব শহীদ হলেন। এর জন্য যারা দায়ী, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয়, সেটি আমরা নিশ্চিত করব যেকোনও মূল্যে।'
মোতালেবের মৃত্যুর পর তার পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন র্রাব মহাপরিচালক। তিনি বলেন, আইনশৃঙ্খলার রক্ষা ও অপরাধ দমন করতে গিয়ে ২০০৪ থেকে এ পর্যন্ত র্যাবের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন।