ছন্দে ফিরে বড় জয় মায়ামির, গোলের রেকর্ডে রোনালদোকে টপকে গেলেন মেসি


ইন্টার মায়ামির হয়ে টানা পাঁচ ম্যাচে গোল করেছিলেন লিওলেন মেসি। ষষ্ঠ ম্যাচে গোল পাননি, তার দলও হেরেছিল। সপ্তম ম্যাচে আবার জোড়া গোল করলেন, দলও পেয়েছে বড় জয়, সাথে আরেকটি রেকর্ডও গড়েছেন তিনি। এদিন জোড়া গোল ছাড়াও একটি অ্যাসিস্টও করেছেন মেসি।
এমএলএসে নিউইয়র্কে রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে মেসির পা থেকে এসেছে দুই গোল। এর মাধ্যমে ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন রেকর্ড আট বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। রোনালদোর চেয়ে ১৬৭টি ম্যাচ কম খেলেই মেসির নন পেনাল্টি গোল এখন ৭৬৪, রোনালদোর তা ৭৬২।
খেলার ১৪ মিনিটে পিছিয়ে যায় মায়ামি। তবে মেসি দ্রুত সেই ধাক্কা সামলে ইন্টার মায়ামিকে ছন্দ ফেরান। ২৪তম মিনিটে বার্সার সাবেক সতীর্থ জর্ডি আলবাকে একটি দারুণ পাস বাড়িয়ে দেন, সে বল জালে জড়ান আলবা।
এরপর মায়ামির দ্বিতীয় গোলের জন্যও মেসি আলবার বড় অবদান। তিনি আবারও একটি দুর্দান্ত পাস দেন স্প্যানিশ এই খেলোয়াড়কে। তার ক্রস থেকে ২৭তম মিনিটে তেলস্কো সেগোভিয়া বল জালে জড়ান। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে সেগোভিয়া তার দ্বিতীয় গোলটি করে মায়ামিকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন।
দ্বিতীয়ার্ধে মেসির দুই পায়ে ছিল ম্যাচের নিয়ন্ত্রণ। আরেক প্রাক্তন বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেটসের একটি অসাধারণ থ্রু বল ধরে মেসি ৬০তম মিনিটে গোলমুখে ছুটে যান। মেসি সময় নিয়ে ঠাণ্ডা মাথায় রেড বুলসের গোলরক্ষক কার্লোস করোনেলকে বোকা বানিয়ে বল জালে পাঠান, স্কোর দাঁড়ায় ৪-১।
বার্সেলোনার আরও এক পুরনো বন্ধুর সমন্বয়ে আসে মেসির দ্বিতীয় গোল। লুইস সুয়ারেজ বাম প্রান্ত থেকে ক্রস বাড়ান এবং মেসি বক্সের ঠিক বাইরে বল নিয়ন্ত্রণে নিয়ে করোনেলকে পরাস্ত করে জোরালো শটে গোল করেন।