সময়ের জনমাধ্যম

চুয়াডাঙ্গা সদরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান দিনব্যাপী মেলার উদ্বোধন করেন।

এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, সহকারী কমিশানার (ভূমি) মোস্তাফিজুর রহমান ও উপজেলা কৃষি অফিসার তালহা জুবাইর মাসরুরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তরা।

শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ এ মেলায় অংশ নেন। মেলায় ১৩টি স্টল অংশ নেয়।