সময়ের জনমাধ্যম

চুয়াডাঙ্গায় বইছে তাপপ্রবাহ, তাপমাত্রা ছাড়িয়েছে ৩৯ ডিগ্রি

চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বইছে। অতিরিক্ত গরমে চরম ভোগান্তিতে পড়েছেন এই জেলার মানুষ। এই প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বুধবার বিকাল ৩টায় জেলায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিন চুয়াডাঙ্গা ছাড়াও যশোর ও পাবনার ঈশ্বরদীতে ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

জামিনুর রহমান বলেন, চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বইছে। বুধবার বিকাল ৩টায় এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৮ শতাংশ।

বাতাসে আর্দ্রতা কম থাকায় গরম কম অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরো বৃদ্ধি ও তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এ সময়ে শিশু ও বয়স্কদের রোদে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।