চীনে ওয়ার্ল্ড গেমসে অসুস্থ হয়ে ইতালিয়ান অ্যাথলেটের মৃত্যু


চীনে ওয়ার্ল্ড গেমসে প্রতিযোগিতা চলাকালীন অসুস্থ হয়ে মারা গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট ম্যাতিয়া দেবের্তোলিস। আয়োজকরা জানিয়েছে- ২৯ বছর বয়সী দেবের্তোলিস গত ৮ আগস্ট প্রতিযোগিতার সময় অজ্ঞান হয়ে পড়েন। এর চারদিন পর মঙ্গলবার তার মৃত্য হয়।
চার বছর পর পর অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড গেমস অলিম্পিকে অন্তর্ভুক্ত নয় এমন একাধিক ডিসিপ্লিন নিয়ে অনুষ্ঠিত হয়। এবছর চেংদুতে হচ্ছে এই আয়োজন। আয়োজক ও আন্তর্জাতিক ওরিয়েন্টিয়ারিং ফেডারেশন (আইওএফ) জানিয়েছে, ‘চীনের শীর্ষস্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে দ্রুত এবং বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেওয়ার পরও তিনি বেঁচে ফিরতে পারেননি।’ মৃত্যুর কারণ সম্পর্কে এর বেশি বিস্তারিত কিছু জানানো হয়নি।
ওরিয়েন্টিয়ারিং এমন এক ধরনের খেলা যেখানে অ্যাথলেটরা মানচিত্র ও কম্পাস ব্যবহার করে চিহ্নহীন রুটে নির্ধারিত পয়েন্টে পৌঁছান, সর্বনিম্ন সময়ে সবগুলো পয়েন্ট স্পর্শ করাই এর লক্ষ্য।
চেংদুর কেন্দ্র থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অনুষ্ঠিত এই ইভেন্টে তীব্র গরম ও আর্দ্রতা বিরাজ করছিল, তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। পুরুষদের মিডল-ডিস্ট্যান্স ফাইনালে অংশ নেওয়ার সময়ই দেবের্তোলিস হঠাৎ জ্ঞান হারান। ছয় কিলোমিটারের এই কোর্সে ছিল ১৮০ মিটার উঁচুতে ওঠা এবং ২০টি কন্ট্রোল পয়েন্ট।
আয়োজক ও আইওএফ বিবৃতিতে জানিয়েছে, ‘এই ট্র্যাজেডিতে আমরা গভীরভাবে মর্মাহত এবং অ্যাথলেটের পরিবার, বন্ধু ও পুরো ওরিয়েন্টিয়ারিং কমিউনিটির প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমাদের চিন্তা ও প্রার্থনা সবার সঙ্গে আছে। ম্যাতিয়া দেবের্তোলিসের পরিবার ও ওরিয়েন্টিয়ারিং কমিউনিটিকে সম্ভাব্য সব উপায়ে সহায়তা করে যাব।’
এবারের ওয়ার্ল্ড গেমসের এটি ১২তম আসর, যা চলবে ১৭ আগস্ট পর্যন্ত। প্রায় ৪ হাজার অ্যাথলেট ২৫৩টি ইভেন্টে অংশ নিচ্ছেন। পুরুষদের মিডল-ডিস্ট্যান্স ওরিয়েন্টিয়ারিং ছিল চেংদু গেমসের প্রথম পদক ইভেন্ট।