সময়ের জনমাধ্যম

চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের আদেশের প্রতিবাদ জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন তারা।

এর আগে শিক্ষার্থীরা মিছিল নিয়ে পার্কেট মোড় হয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইটের সামনে বিক্ষোভ করেন। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা বলেন, কোনো বৈষম্যহীন রাষ্ট্রে ৫৬ শতাংশ কোটা থাকতে পারে না। ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা বাতিল করার পর কেন আবার তা পুনর্বহাল করা হলো সে প্রশ্ন তুলেন শিক্ষার্থীরা।

এসময় কোটা পদ্ধতি বাতিলের জন্য সরকারের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করার জোর দাবি জানান আন্দোলনকারীরা। বলেন, কোটা বাতিলের আপিল করা নাহলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা ‘কোটা প্রথা মানিনা মানব না’, ‘মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ লেখা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।