চবিতে শিক্ষক লাঞ্ছিত: জাবি জাতীয়তাবাদী শিক্ষকদের নিন্দা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সংগঠনটি জানিয়েছে, কোনোভাবেই ‘মব জাস্টিস’ মেনে নেওয়া হবে না।
শনিবার রাতে ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতি দিয়ে প্রতিবাদ জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, ভিন্নমত বা বিতর্কের সমাধান সবসময় প্রচলিত আইন ও প্রশাসনিক তদন্তের মাধ্যমে হতে হবে। কোনও অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া বা মব জাস্টিসের মাধ্যমে সমাধান কাম্য নয়।
এতে বলা হয়, একটি বিশেষ ছাত্র সংগঠন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচনে জয়ের পর থেকে ক্যাম্পাসগুলোতে আতঙ্ক ও ‘মব কালচার’ আশঙ্কাজনকভাবে বেড়েছে। শিক্ষক নিপীড়নের এই ধারা অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে যাবে।
বিবৃতিতে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
তারা বলেন, ‘শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপমানজনক ঘটনা রোধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ জরুরি।’
এছাড়া সব ক্যাম্পাসে ‘মববিরোধী’ কঠোর নীতি বাস্তবায়নের আহ্বান জানানোর পাশাপাশি এ বিষয়ে জাবি শিক্ষক সমিতিকে আরও জোরালো কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার দুপুরে চবি ক্যাম্পাসে আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান শুভকে আটক করেন ছাত্র শিবিরের নেতারা। জুলাই আন্দোলনের বিরোধিতা ও হত্যাকাণ্ডে সমর্থনের অভিযোগে তাকে হেনস্তা ও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।


















