সময়ের জনমাধ্যম

দাবানলে পুড়ছে গ্রিস

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস। দেশটির রাজধানী এথেন্স থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে এই দাবানল দেখা দিয়েছে। এতে বেশ কিছু বাড়ি-ঘরের পাশাপাশি বেশ কিছু অবকাঠামোগত ক্ষতি হলেও, কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, যেখানে দাবানল, সেখানে কিছুদিন ধরে তাপপ্রবাহ চলছিল। এখন সেখানে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইছে। দেশটির সরকারি মুখপাত্র জানিয়েছেন, প্রচণ্ড জোরে হাওয়া বইছে। ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভানোর জন্য কাজ করছে ১১টি উড়োজাহাজ। সেই সাথে এথেন্সের ৯০ কিলোমিটার দূরে একটি রিসোর্ট-শহরের কাছেও দাবানল শুরু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

এক সপ্তাহ ধরে দক্ষিণ ইউরোপের অনেক দেশের মতো গ্রিসেও তাপমাত্রা সমানে বাড়ছে। মধ্য গ্রিসে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে। ফলে এথেন্সসহ বেশ কিছু জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গ্রিস ছাড়াও তুরস্ক ও ভূমধ্যসাগরীয় এলাকায় তাপপ্রবাহ আরও বাড়তে পারে।

Reendex

Must see news