সময়ের জনমাধ্যম

গোপালঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে উত্তেজনা: পুলিশের গাড়িতে আগুন, ইউএনও’র গাড়ি ভাঙচুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালঞ্জ’ কর্মসূচিকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে গোপালগঞ্জে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার উলপুর সংযোগ সড়কে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকাল ১১টার দিকে সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের গান্দিয়াসুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল প্রথমে কর্মসূচিতে বাধা দেয়। পরে তারা পুলিশের একটি গাড়িতে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আশপাশের ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলেগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন সরকার বলেন, ‘আমি বর্তমানে ঘটনাস্থলে আছি।’

সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান জানান, তিনি এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য ওই এলাকার যাচ্ছিলেন। এসময় ২০-৩০ জনের একটি দল তার গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় কেউ আহত হয়নি জানিয়েছেন ইউএনও। তিনি বলেন, ‘হামলার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে আমাদের উদ্ধার করেন।’

এনসিপির মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পথসভার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্চ টু গোপালগঞ্জ।’