গোটা জাতির নেত্রী ছিলেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

প্রতিশোধ, প্রতিহিংসা নয়; ঐক্যের মধ্য দিয়ে দেশকে বিনির্মাণের বার্তা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তিনি আর ফিরবেন না, তবে তার রেখে যাওয়া স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিএনপি চেয়ারপারসনের রুহের মাগফেরাত কামনায় আন্তর্জাতিক চেম্বার অব কমার্সের আয়োজনে দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া একজন আইকন, যার প্রমাণ তার জানাজায় দেখা গেছে। দল, মত নির্বিশেষে সাধারণ মানুষ সবাই তার জন্য কেঁদেছে। কারণ তারা দেশের ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন বেগম জিয়ার মধ্যে।
দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে খালেদা জিয়ার অবদান অস্বীকার করার সুযোগ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তার কোনও তুলনা হয় না। একটি দল নয়, গোটা জাতির নেত্রী ছিলেন তিনি।
কবি আল মাহমুদের কবিতার লাইন ‘..তোমার মুখের দিকে তাকিয়ে আছে বাংলার আকাশ..’ আবৃতি করে বিএনপি মহাসচিব বলেন, তার চলে যাওয়া নতুন করে অনুপ্রাণিত করবে, ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। বলেন, চক্রান্ত আছে, তবে সেখান থেকে উঠে দাঁড়াতে হবে।


















