সময়ের জনমাধ্যম

গুলিস্তানে হতাহতদের সেবায় যুবলীগের চিকিৎসক টিম

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে দুর্ঘটনায় হতাহতের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। যুবলীগ প্রেসিডেন্ট শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় একঝাঁক চিকিৎসক আহতদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিতে প্রস্তুত রয়েছে ঢাকা মেডিকেল কলেজে। মঙ্গলবার রাত থেকে এই কার্যক্রম শুরু করেছে।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সেবাদানকারী এই টিমে রয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা: খালেদ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক ডা: হেলাল উদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা: ফরিদ রায়হান, সহ সম্পাদক, ডা: মো: মঞ্জুরুল ইসলাম রাফি, কার্য নির্বাহী সদস্য, ডা: মো: আওরঙ্গজেব আরু, কার্য নির্বাহী সদস্য, ডা: মো: রায়হান সরকার রিজভী, কেন্দ্রীয় সদস্য নাজমুল হাসান, কেন্দ্রীয় সদস্য,
ডা: সম্রাট নাসের খালেক, কেন্দ্রীয় সদস্য ডা: মো: মফিজুর রহমান জুম্মা, কেন্দ্রীয় সদস্য ডা: মো: আতিকুর রহমান।