সময়ের জনমাধ্যম

গুচ্ছ পদ্ধতি থেকে বের হওয়ার সিদ্ধান্ত ইবি শিক্ষক সমিতির

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে দ্রুত নিজস্ব ব্যবস্থাপনায় স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরুর দাবি জানিয়েছে। আগামী চার এপ্রিলের মধ্যে প্রশাসনকে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির মিটিং আহ্বান করে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

বুধবার (২৯ মার্চ) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন জোদ্দার তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভায় উপাচার্য বরাবর চিঠি দিয়ে গুচ্ছের বাইরে গিয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত করেন সভায় উপস্থিত সদস্যরা।

অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, একাডেমিক কাউন্সিলে আগেই সিদ্ধান্ত হয়ে আছে। সে অনুযায়ী আজকের কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে আগামী চার এপ্রিলের মধ্যে উপাচার্যকে ভর্তি পরীক্ষা কমিটির সভা ডেকে দ্রুত ভর্তি কার্যক্রম শুরু করার জন্য আহ্বান জানিয়েছি। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তকে সবাই যেন সম্মান জানায় সে অনুরোধ জানিয়েছি।

এর আগে গত ২৫ তারিখ উপাচার্য ইউজিসির সিন্ধান্তের বিষয়ে জানিয়েছেন। ইতোমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ে নতুন বর্ষের ভর্তি কার্যক্রমের সার্কুলার হয়েছে তাই দ্রুততম সময়ের মধ্যে আমরা ভর্তি কার্যক্রম শুরু করতে বলেছি।

তিনি আরও বলেন, ইউজিসি আমাদের গুচ্ছে থাকতে অনুরোধ করেছে। তবে আমরা নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ফিরতে চাচ্ছি। ভবিষ্যতে ভালো কোন পন্থা আসলে তখন ভেবে দেখবো।