রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে এখন স্বাচ্ছন্দ্যের চেয়ে দুশ্চিন্তাই বেশি। কারণ, বড় ম্যাচে যাদের বাদ দেবেন, তারা সবাই দুর্দান্ত খেলছেন। ক্লাব বিশ্বকাপে চমক দেখানো তরুণ গঞ্জালো গার্সিয়ার দুর্দান্ত ফর্ম এবং চোট কাটিয়ে ফেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে এখন বড় সিদ্ধান্তের মুখে দাঁড়িয়েছেন দলের নতুন কোচ জাবি আলোনসো।
বিশ্বকাপের শুরুতেই এমবাপ্পে চোটে পড়লে তার জায়গায় মাঠে নামেন গার্সিয়া। সুযোগ পেয়ে পুরোপুরি নিজেকে প্রমাণ করেছেন তিনি। তিন খেলায় দুই গোল ও এক এসিস্ট, আর মোট পাঁচ খেলায় চার গোল। এমন সাফল্যের পর তাঁকে মূল দলের বাইরে রাখা খুব কঠিন।
অন্যদিকে, এমবাপ্পেও এখন সুস্থ হয়ে মাঠে ফিরেছেন। তবে তিনি এখনো পুরোপুরি নিজ অবস্থানে ফেরেননি। শেষ ষোলো ও কোয়ার্টার খেলায় তাঁকে বদলি হিসেবে খেলানো হয়েছে অল্প সময়ের জন্য। তবে এবার তার সাবেক দলের বিপক্ষে মাঠে নামার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত ফরাসি তারকা।
এমন অবস্থায় প্রশ্ন উঠছে, তাহলে বাদ যাবেন কে? রিয়ালের সাবেক তারকা প্রেদরাগ মিয়াতোভিচ সরাসরিই বলেছেন, ‘গার্সিয়া এবং এমবাপ্পেকে একসঙ্গে খেলানো উচিত। ভিনিসিয়ুস জুনিয়রকে বিশ্রামে রাখা হোক। গার্সিয়া এত ভালো ফর্মে আছে, তাকে এখন বাদ দেওয়া অন্যায় হবে।’
তবে বিষয়টি এত সহজ নয়। কারণ, ভিনিসিয়ুস বরাবরই বড় খেলায় নিজেকে প্রমাণ করেছেন। কঠিন সময়ে গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাকে বাদ দিলে দলের আক্রমণভাগ অনেকটাই দুর্বল হয়ে যেতে পারে। আবার তিনজন আক্রমণভাগের খেলোয়াড় একসঙ্গে খেলালে রক্ষণের ভারসাম্য নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়।
সব মিলিয়ে আলোনসোর সামনে বড় এক কৌশলগত চ্যালেঞ্জ। তিনি কাকে রেখে কাকে বাদ দেবেন, আর কোন ফর,ফরমেশনে দল সাজাবেন, তা জানতে অপেক্ষা করতে হবে খেলা শুরু হওয়া পর্যন্ত।