গাজা উপত্যকাকে পূর্ণ সামরিক দখলদারির অধীনে আনার পরিকল্পনা অনুমোদন দেওয়ার পর আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে চাপের মুখে তিনি তার অবস্থান কিছুটা নরম করে জানিয়েছেন, তার লক্ষ্য গাজা দখল করা নয়, বরং হামাসকে উপত্যকা থেকে সরিয়ে দেওয়া এবং বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করা।
শুক্রবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমরা গাজা দখল করতে যাচ্ছি না। বরং অঞ্চলটি নিরস্ত্রীকরণ এবং একটি শান্তিপূর্ণ বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করে জিম্মিদের মুক্ত করবো ও ভবিষ্যতের হুমকি প্রতিরোধ করবো।’
প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে গাজার ২০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা গাজা নিরস্ত্রীকরণ, এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ ছাড়া অন্য একটি বেসামরিক প্রশাসন গঠনের পাঁচ দফা নীতি গ্রহণ করেছে। এই পরিকল্পনায় যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক মানুষের কাছে ত্রাণ বিতরণের কথাও বলা হয়েছে।
তবে ইসরায়েলের এই নতুন পরিকল্পনাটি জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলে সমালোচিত হচ্ছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই উদ্যোগকে বিপর্যস্ত ফিলিস্তিনিদের জন্য আরও বড় ঝুঁকির কারণ বলে মন্তব্য করেছেন। বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রবিবার এই পরিকল্পনা নিয়ে জরুরি বৈঠক করবে, যেখানে ইসরায়েলের এই পদক্ষেপের সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা হতে পারে।