গাজা’র সহায়তায় সব করছে তুরস্ক: এরদোগান


গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে তুরস্ক তার সর্বোচ্চ কূটনৈতিক ও রাষ্ট্রীয় সক্ষমতা ব্যবহার করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। সোমবার (১১ আগস্ট) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেন।
এরদোগান বলেন, ‘আমরা নেতানিয়াহু ও তার খুনি চক্রকে তাদের রাজনৈতিক জীবন দীর্ঘায়িত করার জন্য আমাদের অঞ্চলকে আরও বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারি না।’ তিনি জোর দিয়ে বলেন, তুরস্ক এই অঞ্চলে স্থিতিশীলতা ফেরানোর জন্য কাজ করে যাবে।
গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় প্রায় ৬১ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক অভিযানে পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার মানুষ অনাহার, রোগব্যাধি ও বাস্তুচ্যুতির শিকার হচ্ছে।
গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে আইনি চাপ বাড়ছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার মুখোমুখি রয়েছে।