ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) নতুন করে চালানো হামলায় গাজা উপত্যকায় অন্তত ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা থেকে শুরু হওয়া এই হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি অনাহারে মৃত্যুর ঘটনাও বেড়েছে।
গাজা সিটির উত্তরে ত্রাণ বিতরণে জড়ো হওয়া মানুষের ওপর বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। দক্ষিণের রাফাহে ত্রাণকেন্দ্রের কাছে সেনাদের গুলিতে প্রাণ হারান আরও ১৬ জন। এছাড়া উত্তরাঞ্চলে ত্রাণের অপেক্ষায় থাকা জনতার ওপর গুলিতে নিহত হয়েছেন ১৪ জন এবং আহত হয়েছেন ১১৩ জন।সব মিলিয়ে শুধু বুধবারই খাদ্যের সন্ধানে থাকা ৩৭ জন নিহত হন।
গত তিন দিনে গাজার জায়তুন এলাকায় ৩০০টিরও বেশি বাড়ি ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয়দের অভিযোগ, এটি দখল পরিকল্পনার অংশ।
গাজার সিভিল ডিফেন্স মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, সেনারা পাঁচতলা বা তার বেশি উঁচু ভবনগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করেছে। শক্তিশালী বিস্ফোরণের কারণে আশপাশের বাড়িগুলোও ধসে পড়েছে। বহু বাসিন্দা ভেতরে থাকা অবস্থায় বাড়ি ধ্বংস হওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। কোনো সতর্কতা ছাড়াই এই হামলা চালানো হয়, ফলে উদ্ধারকর্মীরাও সময়মতো পৌঁছাতে পারেননি।
গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ৬১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বর্তমানে গণহত্যার মামলার মুখোমুখি দখলদার দেশটি।