গাজায় সামরিক অভিযান বাড়ালে ভয়াবহ বিপর্যয়, হুঁশিয়ারি জাতিসংঘের


গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের পরিধি বাড়ানো হলে তার ‘বিপর্যয়কর পরিণতির’ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক সম্প্রদায় যখন গাজায় মানবিক সংকট নিয়ে উদ্বিগ্ন, ঠিক তখনই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা উপত্যকার পুরোটাই দখল করার পরিকল্পনার খবর সামনে এসেছে।
বুধবার (৬ আগস্ট) নিরাপত্তা পরিষদের এক সভায় জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল মিরস্লাভ জেনকা বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজা ‘ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ এবং তা হয়েই থাকবে’।
এ ধরনের বড় সামরিক পদক্ষেপের জন্য ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। বৃহস্পতিবার (৭ আগস্ট) এ বিষয়ে আলোচনার জন্য মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবে। তবে দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, আইডিএফ প্রধান ইয়াল জামির গাজার পূর্ণাঙ্গ দখলের পরিকল্পনার বিরোধিতা করছেন। যদিও প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেছেন, ‘ইসরায়েলের রাজনীতিকরা সিদ্ধান্ত নেয় ও আইডিএফ পেশাদারিত্বের সঙ্গে তা বাস্তবায়ন করে।’
গাজায় মানবিক পরিস্থিতি সময়ের সাথে খারাপ হচ্ছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় অপুষ্টিজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯৩-এ দাঁড়িয়েছে। খাদ্য, পানি এবং চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট সেখানে মানবিক বিপর্যয় সৃষ্টি করছে, যা আন্তর্জাতিক সংস্থাগুলোর বারবার সতর্কতার পরও থামছে না।