ইসরায়েলের সামরিক অভিযানে ফিলিস্তিনের গাজায় সাংবাদিকদের প্রাণহানি থামছে না। সর্বশেষ গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩১ জনে। বুধবার (২৩ জুলাই) আলজাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নতুন অন্তর্ভুক্ত দুই সাংবাদিক হলেন তামের আল-জা’আনিন এবং ওয়ালা আল-জাবারি। তাদের ইসরায়েলি বাহিনী ঠাণ্ডা মাথায় হত্যা করেছে বলে অভিযোগ করেছে গাজার মিডিয়া অফিস। নিহতদের মধ্যে আল-জা’আনিন ছিলেন বিভিন্ন সংস্থার ফটোসাংবাদিক, আর আল-জাবারি কাজ করতেন সম্পাদক হিসেবে।
গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল পরিকল্পিতভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) এক ভাষণে তিনি বলেন,
‘গাজায় ইসরায়েলের সহিংসতা এমন পর্যায়ে পৌঁছেছে, যা নাৎসি অপরাধকেও ছাড়িয়ে গেছে।’
তিনি আরও বলেন, অব্যাহত বিমান হামলা ও অবরোধের কারণে গাজার লাখো মানুষ খাদ্য, পানি ও চিকিৎসাসেবার সংকটে পড়েছে। এরদোয়ানের এ বক্তব্যকে যুদ্ধবিরতি ও ত্রাণ সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ তৈরির অংশ হিসেবে দেখা হচ্ছে।