বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছে ন সাবেক অজি পেসার শন টেইট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। চলতি মাসেই বাংলাদেশের কোচিং স্টাফে যোগ দেবেন ৪২ বছর বয়সী শন টেইট। সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারের সঙ্গে বিসিবির চুক্তি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন টেইট।
এর আগে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করছিলেন আন্দ্রে অ্যাডামস। নিউজিল্যান্ডের সাবেক পেসারের সঙ্গে চুক্তি বাতিল করেছে বোর্ড। তার সাথে চুক্তি বাতিলের বিষয়ে বিসিবি জানিয়েছে, সমঝোতার মাধ্যমে দুই পক্ষ চুক্তি বাতিলের বিষয়ে সম্মত হয়েছে। অ্যাডামস ২০২৪ সালের মার্চে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেন।
টেইট বিপিএলের দ্বিতীয় আসরে খেলে গেছেন চিটাগং কিংসে। এরপর গত বিপিএলে এই দলেরই প্রধান কোচ হয়ে আসেন। খুব তারকাবহুল দল না হয়েও তার কোচিংয়ে বিপিএলের ফাইনালে খেলে চিটাগং।
টেইটের খেলোয়াড়ি জীবন খুব সমৃদ্ধ ছিল না। ধারাবাহিক ইনজুরির কারণে দীর্ঘদিন খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে তিন টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২০০৭ বিশ্বকাপজয়ী দলের অংশও ছিলেন। বল হাতে স্মরণ করার মতো বিশেষ কিছু না করলেও ক্রিকেট ইতিহাসে আলাদা জায়গায় রয়েছেন গতির কারণে। ইতিহাসের সবচেয়ে গতিময় বোলারদের একজন তিনি।
তবে কোচ হিসেবে তিনি এর মধ্যেই বেশ খ্যাতি ও পরিচিতি গড়েছেন। নানা সময়ে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। বিপিএল ছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করিয়েছেন বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগে। কাজ করেছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটেও।
বিদায়ী বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস দায়িত্ব নিয়েছিলেন গত বছরের মার্চে। নিউ জিল্যান্ডের সাবেক পেস বোলিং অলরাউন্ডারের সঙ্গে বিসিবির চুক্তি ছিল দুই বছরের। কিন্তু আগেই শেষ হয়ে গেল তা। তার বিদায়ের কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। বিবৃতিতে শুধু বলা হয়েছে, পারস্পরিক সমঝোতায় চুক্তি শেষ করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলতে বুধবার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এরপর ২১ মে তাদের পাকিস্তান সফরে যাওয়ার কথা।