গণসংযোগে হামলার অভিযোগ; উত্তেজনা ছড়িয়েছে নরসিংদীর গজারিয়া ইউনিয়নে


নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গণসংযোগ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির স্থানীয় নেতারা।
তাদের অভিযোগ, ধানের শীষ প্রতীকের প্রচারণার অংশ হিসেবে মোটরসাইকেল ও সিএনজি নিয়ে গণসংযোগ চালানোর সময় প্রতিপক্ষের সমর্থকরা নরসিংহারচরের আমতলায় পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করে হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন। গুরুতর আহত একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, এ হামলার নেতৃত্ব দিয়েছেন ‘খুনি জুয়েল’ নামে পরিচিত এক ব্যক্তি। তার সহযোগী হিসেবে আওয়ামী সমর্থক নাসির, মাসুদ, কবির ও মনিরও এতে অংশ নেন। বক্তারা দাবি করেন, তারা শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে তা ছত্রভঙ্গ করে দেয়, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গজারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসলাম হোসেন বাবু বলেন, “আমাদের শান্তিপূর্ণ গণসংযোগে সন্ত্রাসী হামলা সম্পূর্ণ পরিকল্পিত। খুনি জুয়েলের দোসর নাসির মাসুদ কবির মনির তারা গুলি করে গণসংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে সাধারণ মানুষ দিকবিদিক ছুটোছুটি করেছে। আমরা চাই আসল অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন গজারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রুবেল, সৌদি আরবের রাস্তানুর শাখার বিএনপি নেতা সোলাইমান মৃধা, ছাত্রদল নেতা আবদুর রহিম ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন সরকার।
তাদের দাবি, হামলাকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এ ঘটনার পর স্থানীয় রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে।
বক্তারা জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণ গণসংযোগে হামলার মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে। তারা ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।