সময়ের জনমাধ্যম

খুলনা সিটিতে ভোট চলছে, ভোটারদের দীর্ঘ লাইন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার (১২ জুন) সকাল ৮টায় ২৮৯টি কেন্দ্রের এক হাজার ৭৩২টি কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই খুলনার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভিড় দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যাও বাড়তে থাকে।

এবার খুলনা সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। নির্বাচনে পাঁচ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের প্রতিনিধি বাছাই করবেন আজ। খুলনায় পুরুষ ভোটার দুই লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির (জাপা) শফিকুল ইসলাম মধু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন। এছাড়া স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিকও মেয়র পদে ভোট করছেন।

খুলনায় কাউন্সিলর পদে অংশ নিয়েছেন ১৭৭ জন প্রার্থী। এরমধ্যে দুইজন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় ৪৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য নির্বাচনী এলাকায় মোতায়েন ১১ প্লাটুন বিজিবি, ১৬টি র‌্যাবের টিম, পুলিশ-এপিবিএন-ব্যাটালিয়ন আনসারে ৪৯টি টিম কাজ করছে।

রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, খুলনার ভোটকেন্দ্রগুলোতে মোট দুই হাজার ৩১০টি সিসিটিভি ক্যামেরা দিয়ে ভোট পর্যবেক্ষণ করা হচ্ছে।