কোকো সম্পর্কে ‘অশালীন’ মন্তব্যে আমির হামজার বিরুদ্ধে দুটি মামলা

যশোর ও মাগুরা আদালতে কুষ্টিয়া–৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে দুটি মানহানির অভিযোগে মামলা করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান (জিল্লু) একটি মামলা করেন। মামলাটি আমলে নিয়ে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বলা হয়েছে, ২০২৩ সালে চট্টগ্রামে একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত থেকে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও সম্মানহানিকর বক্তব্য দেন। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বক্তব্য শুধু কোকোর ব্যক্তিগত মর্যাদাকেই ক্ষুণ্ন করেনি; বরং এতে পুরো জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে।
এ বিষয়ে আইনজীবী এম এ গফুর বলেন, ‘একটি স্বাধীনতাবিরোধী চক্র জিয়া পরিবারের নামে কটূক্তি করছে এবং মানহানিকর বক্তব্য দিয়েছে। আমরা অনতিবিলম্বে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মামলা করেছি। আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।’
এদিকে, একই অভিযোগে আমির হামজার বিরুদ্ধে মাগুরায় আরেকটি মানহানির মামলা করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব, মাগুরার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী কাজী আ ন ম সিরাজ উদ্দিন জানান, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়েছেন।
এই নিয়ে একই অভিযোগে আমির হামজার বিরুদ্ধে চারটি মামলা হলো। এর আগে খুলনা ও কুষ্টিয়া আদালতে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। গত সোমবার সকালে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সোনাডাঙ্গা আমলি আদালতে মামলাটি করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। গত রোববার দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল আদালতে মানহানির মামলা করেন ছাত্রদলের এক নেতা।


















