কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিতবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের কমিটি স্থগিত করা হয়েছে।রোববার বিকেলে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে জরুরি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ।
তিনি বলেন, ‘সাংগঠনিক কাঠামোর সিদ্ধান্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হলো।’
রিফাত রশিদ বলেন, বৈষম্যবিরোধী ব্যানারকে কলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে এই প্লাটফর্ম ব্যবহার করছে।
তিনি দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো অপরাধের দায় স্বীকার করে সারাদেশের কমিটি স্থগিত করেনি কোনও সংগঠন।
যারা অনৈতিক কাজ করবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।