কল্পনা করুন- কারো হাত অথবা পা কেটে গেছে। কিছুদিন পর সেটি আবার নিজে নিজেই গজিয়ে উঠছে। সত্যি কি এমন কিছু সম্ভব? বিজ্ঞান এখন বলছে হ্যাঁ, সম্ভব! চীনের বিজ্ঞানীরা সম্প্রতি ইঁদুরের শরীরে পরীক্ষা করে দেখিয়েছেন, যা সত্যিই বিস্ময়কর। তারা ইঁদুরের কানে কৃত্রিমভাবে ফুটো করে দেখেছেন। কিছুদিনের মধ্যেই সেই জায়গা নতুনভাবে গজিয়ে উঠেছে।
শুধু বাইরের ত্বক নয়, ভেতরের কার্টিলেজসহ পুরো কাঠামো! কীভাবে হলো এটি? এর পেছনে আছে এক রহস্যময় রাসায়নিক, রেটিনয়িক অ্যাসিড। ভিটামিন-এ থেকে তৈরি এই উপাদান শরীরের কোষগুলোকে বলে দেয়, কোথায় কীভাবে নতুন অংশ গড়ে তুলতে হবে।
এই অ্যাসিড তৈরির পেছনে কাজ করে একটি বিশেষ জিন। বিজ্ঞানীরা দীর্ঘ তিন বছরের পরীক্ষা-নিরীক্ষার পর সেই জিনটি খুঁজে পেয়েছেন। তারা অবাক হয়ে দেখেন, মাত্র একটি জিন পুরো অঙ্গ পুনর্জন্মের প্রক্রিয়া চালু করতে পারে!
এই পুরো গবেষণায় চীনের বিজ্ঞানীরা ব্যবহার করেছেন স্টেরিও-সিক নামের এক আধুনিক প্রযুক্তি। যেটিকে বলা হয় জীবনের ক্যামেরা। এটি শুধু কোষের ছবি তোলে না, বরং দেখে কোন জিন কখন, কীভাবে কাজ করছে।
তবে মানুষের দেহের অঙ্গ গঠন ইঁদুরের মতো সহজ নয়। মানুষের হৃৎপিণ্ড, লিভার কিংবা মেরুদণ্ড— সবকিছু অনেক বেশি জটিল এবং বিশাল। তবে এই পরীক্ষায় সফলতার পর বিজ্ঞানীরা আশাবাদী। তারা বলছেন, একদিন হয়তো পঙ্গুত্বের অভিশাপে থমকে যাবে না মানুষের জীবন। একদিন হয়তো মানুষ নিজের শরীরের ক্ষতিগ্রস্ত অঙ্গ আবার গজিয়ে তোলার সক্ষমতা অর্জন করবে।