কূটনেতিক টানাপোড়েন চললেও বিদ্যুৎ ব্যবসা বেড়েছে

কূটনেতিক সম্পর্কের টানাপোড়েন চললেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে ভারতীয় কোম্পানি আদানি পাওয়ার। ভারতীয় সরকারি তথ্যের বরাত দিয়ে বুধবার এ নিয়ে খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
২০২৩ সালের শুরুতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে আদানি। গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে অবনতি হতে থাকে। এর প্রভাব পড়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেও।
সে সময় অন্তর্বর্তী সরকারের গঠিত প্যানেলের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে আদানির সরবরাহ করা বিদ্যুতের দাম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।
অন্যদিকে বাংলাদেশ সরকারের কাছ থেকে বকেয়া অর্থ না পেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দেয় আদানি। তবে পরবর্তীতে বন্ধ না করলেও বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয় তারা। তখন বাংলাদেশ জানায় ‘ধীরে ধীরে’ বকেয়া পরিশোধ করার কথা।
দুই দেশের সরকারি নথির বরাতে রয়টার্স বলছে, ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২০২৫ সালের শেষ তিন মাসে বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২২৫ কোটি কিলোওয়াট, যা পূর্ববর্তী বছরের একই সময়ের চেয়ে ৩৮ শতাংশ বেশি।
কূটনেতিক টানাপড়েনের অংশ হিসেবে দুই দেশই ভিসা সেবা স্থগিত করেছে। এমনকি নানা সময়ে একে অপরের কূটনীতিককে তলবও করেছে ভারত ও বাংলাদেশ।

















