কলকাতায় মেসিকে ঘিরে লঙ্কাকাণ্ড: পুলিশ প্রধানকে শোকজ, বরখাস্ত ডেপুটি কমিশনার

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে ঘিরে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে লঙ্কাকাণ্ড ঘটার জেরে কঠিন পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এ ঘটনায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগের পর এবার রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) রাজীব কুমার এবং বিধাননগরের নগর পুলিশ কমিশনার মুকেশকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় বিধাননগর নগর পুলিশের ডেপুটি কমিশনার অনীশ কুমারকে বরখাস্তও করা হয়েছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে ডিজিপি রাজীব কুমারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়ও বিধানগরের পুলিশ কমিশনার মুকেশকেও তার শোকজের জবাব ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে।
এছাড়া রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের সচিব রাজেশ সিংকেও কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে সরকার। পাশাপাশি সল্টলেক স্টেডিয়ামের দায়িত্বে থাকা কর্মকর্তা দেবকুমার নন্দনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে শনিবারের ওই ঘটনার জেরে সৃষ্ট চাপের মুখে গতকাল মঙ্গলবার পদত্যাগ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
গত শনিবার কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা হয়। বেলা সাড়ে ১১টার দিকে মেসির গাড়ি স্টেডিয়ামে প্রবেশের পরই তাঁকে একনজর দেখার জন্য মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়, এরপর সে ভির গড়ায় বিশৃঙ্খলায়। বহু ভক্ত মাঠের বেষ্টনী বা ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে (র্যাপিড অ্যাকশন ফোর্স) র্যাফ নামানো হয়।
এরপরও কয়েকজন উত্তেজিত ভক্ত গোলপোস্টের জাল ছিঁড়ে ফেলেন এবং খেলোয়াড়দের সাজঘরে যাওয়ার টানেলের ছাউনিও ভেঙে দেন। এই উত্তেজনা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। তবে এ সময় মন্ত্রী, নেতা ও কর্মকর্তারা মেসিকে ঘিরে রাখেন।
এ ঘটনার পর অব্যবস্থাপনার দায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সদ্য পদত্যাগ করা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসুর পদত্যাগের দাবি ওঠে। বিভিন্ন রাজনৈতিক দল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে।
এদিকে, পুলিশ জানিয়েছে, স্টেডিয়ামে বিশৃঙ্খলা ও ভাঙচুরের অভিযোগে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।




