সময়ের জনমাধ্যম

করতোয়া নদী থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর মনির হোসেন (১৮) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে শাহজাদপুর উপজেলার রূপপুর করতোয়া নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।

নিহত মনির হোসেন শাহজাদপুর উপজেলার পৌর এলাকার রূপপুর পুরানপাড়া গ্রামের রিকশা চালক মো: হারুন অর রশিদের ছেলে। সে শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

নিহতের ফুপাতো ভাই ইমরান হোসেন জানান, গত বৃহস্পতিবার দুপুরের খাওয়া দাওয়া শেষে বন্ধুদের সাথে বেড়াতে বের হয় মনির। এরপর সে ওইদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের সাথে নৌকায় চড়ে করতোয়া নদীতে ঘুরে বেড়ায়। রাতে তার বন্ধুরা সবাই বাড়ি ফিরে এলেও সে আর বাড়ি ফেরেনি। তাকে অনেক খোঁজাখুজি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা তার মরদেহ ভাসতে দেখে মনিরের বাড়িতে খবর দেয়। এরপর বিষয়টি পুলিশকে জানানোর পুলিশ মরদেহ উদ্ধার করে।

শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।