ওমানে বসবাসরত প্রবাসী এবং দেশটির নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিলো মধ্যপ্রাচ্যের দেশটি। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) রেসিডেন্স কার্ড এবং ব্যক্তিগত পরিচয়পত্রের মেয়াদ ও ফি কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন এই নিয়ম প্রবাসীদের জন্য রেসিডেন্স কার্ড পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও নমনীয় করবে বলে আশা করা হচ্ছে।
এখন থেকে প্রবাসীরা তাদের প্রয়োজন অনুযায়ী এক, দুই বা তিন বছরের মেয়াদের রেসিডেন্স কার্ড বেছে নিতে পারবেন। এই নতুন নিয়মে, এক থেকে তিন বছর মেয়াদে যথাক্রমে ৫, ১০ ও ১৫ ওমানি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে। যদি কোনো কারণে কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তবে নতুন কার্ড নিতে ২০ রিয়াল ফি দিতে হবে। এই পরিবর্তনটি প্রবাসীদের জন্য এক বড় স্বস্তি নিয়ে এসেছে, কারণ এখন তারা তাদের পরিকল্পনা অনুযায়ী দীর্ঘ সময়ের জন্য কার্ড নিতে পারবেন।
ওমানের নাগরিকদের ব্যক্তিগত পরিচয়পত্রের মেয়াদও বাড়ানো হয়েছে। এখন থেকে এটি ১০ বছর পর্যন্ত বৈধ থাকবে, যা ওমানি পাসপোর্টের মেয়াদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আইডি কার্ড ইস্যু, নবায়ন বা প্রতিস্থাপনের ফি আগের মতোই ১০ রিয়াল রাখা হয়েছে।
রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইন মেনে চলার জন্য সব রেসিডেন্ট এবং আইডি কার্ডধারীদের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে নথি নবায়ন করতে হবে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই নতুন সংশোধনী প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে এবং বাসিন্দাদের চাহিদা অনুযায়ী নমনীয় বিকল্পের জন্য করা হয়েছে।’
বর্তমানে, ওমানে প্রায় ১৮ লাখ প্রবাসী বসবাস করছেন। এর মধ্যে ১৪ লাখ বেসরকারি খাতে, ৪১ হাজার সরকারি খাতে এবং ৩ লাখ ৪৯ হাজার গৃহকর্মী হিসেবে কর্মরত। এই নতুন নিয়ম তাদের সবার জীবনকে আরও সহজ করবে বলে আশা করছে দেশটিতে বসবাসরত প্রবাসীরা।