আসন্ন ট্রাই-সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে ১৭ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে দলের দুই প্রধান তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের অনুপস্থিতি।
আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর শারজাহয় অনুষ্ঠিত হবে টি২০ ট্রাই-সিরিজ, যেখানে পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে। এরপর ৯ থেকে ২৮ সেপ্টেম্বর আবুধাবি ও দুবাইয়ে গড়াবে এশিয়া কাপ ২০২৫। উভয় টুর্নামেন্টেই পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার সালমান আলী আগা।
এই স্কোয়াডে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। তরুণদের মধ্যে জায়গা করে নিয়েছেন সাইম আউব, খুশদিল শাহ ও হুসেইন তালাত। তবে, বাবর-রিজওয়ানের মতো দলের মূল স্তম্ভদের বাদ পড়া ক্রিকেট মহলে ব্যাপক গুঞ্জন তৈরি করেছে।
দলের হোয়াইট-বল কোচ মাইক হেসন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সালমান মির্জাকে তার বাংলাদেশ সফরের দুর্দান্ত বোলিংয়ের জন্য দলে রেখেছি। সে সাত উইকেট নিয়েছিল চমৎকার ইকোনমি রেটে।’ তবে বাবর-রিজওয়ানকে বাদ দেওয়ার বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। ফলে এই সিদ্ধান্তের পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। অনেকেই মনে করছেন, পিসিবি হয়তো তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চায়, আবার কেউ কেউ এটিকে বাবর-রিজওয়ানকে ঘিরে কোনো নতুন অভ্যন্তরীন রাজনীতি।
এশিয়া কাপ ও ট্রাই সিরিজের জন্য পাকিস্তান দল:
সাইম আউব, ফখর জামান, সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নবাজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম