এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবনে পৌঁছেছেন তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে বের হন তিনি। এরপর রাত সাড়ে ৮টার দিকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান। বাসায় পৌঁছালে পরিবারের অন্যান্য সদস্যরা তাদের স্বাগত জানান।
এর আগে পূর্বাচলে ৩০০ ফিট সড়কে তাকে দেয়া গণসংবর্ধনায় ভাষণ দেওয়ার পর বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তিনি এভারকেয়ারে পৌঁছান। জোবায়দা রহমান ও জাইমা রহমান এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বিকেল ৫টা ১০ মিনিটের দিকে।
প্রায় দেড়ঘণ্টা আইসিইউ কেবিনে খালেদা জিয়ার সঙ্গে সময় কাটিয়ে ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে তারা হাসপাতাল থেকে বের হন তারা। গুলশানের বাসার দিকে যাওয়ার পুরো পথের দুই ধারে দাঁড়িয়ে দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানান।
গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসার পাশেই 'ফিরোজা' বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বসভবন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা সর্বসম্মত সিদ্ধান্তে বেগম খালেদা জিয়াকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসাটি বরাদ্দ দেয়। কয়েকমাস আগে এই বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বারও তৈরি করা হয়েছে। এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।
দীর্ঘ প্রায় ১৭ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর আজ দুপুর ১২টার দিকে ঢাকায় পৌঁছান তারেক রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান এবং পরে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে পূর্বাচল যান।